ওয়ালেট মিক্স হলো একটি বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার। (Bangladeshi Payment Gateway Service Provider) । অর্থাৎ এটি এমন একটি সিস্টেম যা অনলাইনে টাকা লেনদেন সহজ করে। সহজভাবে বললে, Walletmix হলো বাংলাদেশের PayPal/Stripe এর মতো একটি লোকাল পেমেন্ট গেটওয়ে, যেটা ব্যবসায়ী আর গ্রাহকের মধ্যে ডিজিটাল লেনদেনকে সহজ করে। ওয়ালেট মিক্স (Walletmix) আই এস পি ব্যবসায়ী (Merchant) এবং গ্রাহকের (Customer) মধ্যে পেমেন্ট প্রসেসিং সহজ করে। যেমন – আপনি যদি অনলাইনে ইন্টারনেট বিল দিতে চান, Walletmix আপনাকে কার্ড (Visa/Mastercard), মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (bKash, Nagad, Rocket), কিংবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে পেমেন্ট করতে দেয়। আই এস পি ব্যবসায়ীদের জন্য এটি লাভজনক যেহেতু সব পেমেন্ট গুলোকে এক জায়গা থেকে ম্যানেজ করার সুযোগ দেয়। আই এস পি ডিজিটাল সফটওয়্যারে ওয়ালেট মিক্স প্লাগিন পাচ্ছেন সম্পূর্ণ বিনা মূল্যে