টেলিনর পাকিস্তান বাল্ক এস এম এস হলো Telenor Telecom-এর কর্পোরেট মেসেজিং সার্ভিস, যেটা মূলত ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক, স্কুল–কলেজ বা যে কোনো অর্গানাইজেশনের জন্য একসাথে অনেক SMS পাঠানোর সুবিধা দেয়। আই এস পি বিজনেস এ, এস এম এস সার্ভিস খুব ই গুরুত্ব বহন করে তাৎক্ষনিক কোনও তথ্য প্রদানে। আই এস পি ডিজিটাল সফটওয়্যারে এস এম এস তাঞ্জানিয়া প্লাগিন পাচ্ছেন সম্পূর্ণ বিনা মূল্যে । সফটওয়্যারের এক ক্লিকেই এক বা একের অধিক এস এম এস পাঠান এখন আরও সহজে । তাই দেশের বাহিরে বসেও আই এস পি ডিজিটাল সফটওয়্যার ব্যাবহার করা যাবে আরও সহজে ।