সেন্ড এস এম এস তাঞ্জানিয়া হলো তানজানিয়াতে কাজ করা একটি বাল্ক এস এম এস & কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার। এটা মূলত ব্যবসা, সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য এস এম এস -বেসড কমিউনিকেশন (SMS-based communication) সার্ভিস দেয়। আই এস পি বিজনেস এ, এস এম এস সার্ভিস খুব ই গুরুত্ব বহন করে তাৎক্ষনিক কোনও তথ্য প্রদানে। আই এস পি ডিজিটাল সফটওয়্যারে এস এম এস তাঞ্জানিয়া প্লাগিন পাচ্ছেন সম্পূর্ণ বিনা মূল্যে । সফটওয়্যারের এক ক্লিকেই এক বা একের অধিক এস এম এস পাঠান এখন আরও সহজে । তাই দেশের বাহিরে বসেও আই এস পি ডিজিটাল সফটওয়্যার ব্যাবহার করা যাবে আরও সহজে ।