ফোন পে হলো ভারতের একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ। এটি মূলত ইউ পি আই UPI (Unified Payments Interface) এর মাধ্যমে কাজ করে। ফোন পে ব্যবহার করে মোবাইল থেকেই টাকা পাঠানো, গ্রহণ করা, বিল পরিশোধ করা, রিচার্জ করা ইত্যাদি করা যায়। দেশ এর বাইরে যারা আমাদের সফটওয়্যার ব্যাবহার করেন, তাদের গ্রাহকরা সহজে বিল পরিষোধ করতে পারে ফোন পে এর মাধ্যমে। এতে আমাদের ক্রেতা খুব সহজেই বিল তুলতে পারে । বিল পরিশোধ এর পর অটোমেটিক ইন্টারনেট লাইন চালু হওয়ার অপশন তো থাকছেই। আই এস পি ডিজিটাল সফটওয়্যারে ফোন পে প্লাগিন পাচ্ছেন সম্পূর্ণ বিনা মূল্যে ।